BRTC তে ড্রাইভিং শিখুন নিরাপদ সড়ক নিশ্চিত করুন । BRTC তে প্রশিক্ষণ নিন উন্নত বাংলাদেশ নির্মানে অংশীদার হোন ।

বেসিক ড্রাইভিং (হালকা)

প্রশিক্ষণ সময়কাল : ০৪ সপ্তাহ//কোর্স ফি : (টাকা) ৬,০০০/-

            BRTC                     

 

 

 

পাঠ্যসূচী বর্ণনা


কোর্সের  নাম :    বেসিক ড্রাইভিং হালকা যানবাহন

কোর্সের লক্ষ্য  :  দেশে ও বিদেশে ড্রাইভিং পেশার চাহিদা অনুযায়ী হালকা যানবাহন ড্রাইভিং এবং সাধারণ রক্ষনাবেক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের  জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে এই কোর্স পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

সময়কাল:   04 সপ্তাহ

কোর্স মডিউল ও সময় বন্টনঃ


 

ক্লাসের সময়  4.30 ঘন্টা/দিন, 5 দিন/সপ্তাহ, 20 দিন/মাস

মোট মেয়াদ 04 সপ্তাহ (মূল্যায়নসহ)
 মডিউল -01: বেসিক হালকা যানবাহন চালনার ধারণা

 

ইউনিট: 0101: পরিচিতি এবং হালকা যানবাহন ড্রাইভিং পেশার সুযোগ ও পরিধিঃ

- দেশে- বিদেশে উপযুক্ত ও টেকসই পেশার সুযোগ ও সম্ভাবনা বর্ণনা

-হালকা যানবাহন ড্রাইভিং পেশায় আত্মকর্মস্থানের সুযোগ ও সম্ভাবনা বর্ণনা

-বিভিন্ন ধরনের কর্মপরিবেশ ও সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পর্কে ধারণা প্রদান।

- বিভিন্ন ধরনের কাজের পরিবেশ  ও সংশ্লিষ্ট  কার্যকলাপ সম্পর্কে ধারণা প্রদান।

- কাজের সঠিক পরিবেশ বজায় রাখার  আচরণ এবং মনোভাব ব্যাখ্যা।

-হালকাযান ড্রাইভারের শারীরিক ও মানসিক যোগ্যতা বর্ণনা।

- বেপরোয়া মনোভাব পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উৎসাহ প্রদান এবং ড্রাইভিং পেশার বিভিন্ন পরিস্থিতি সামলানো।

- হালকা গাড়ির ড্রাইভার কর্তব্য এবং দায়িত্ব বর্ণনা।

- অতিরিক্ত মানসিক চাপ ও বিরুপ পরিবেশ সঠিক ড্রাইভিং সম্পর্কে ধারণা

-সমষ্টিগতভাবে (Team) কর্মসম্পাদন

 

ইউনিট: 0102: ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্য।

- হালকাযান চালনায়  নিরাপত্তা  সংশ্লিষ্ট  বিষয়াবলী সম্পর্কে ব্যাখ্যা প্রদান।

- ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের নিরাপত্তা সম্পর্কিত আলোচনা।

- বৈদ্যুতিক এবং অগ্নি বিভিন্ন উৎসের  বিপত্তি  সনাক্তকরণ

- যানবাহনে  অগ্নিনির্বাপক সরঞ্জাম সমূহের অবস্থান নির্ধারণ এবং ব্যবহার প্রদর্শন।

- মোটরযান পরিষ্কার পরিচ্ছন্নতা

- ড্রাইভিংয়ে মানসিক অবসাদের প্রভাব বর্ণনা ও করণীয় সম্পর্কে আলোচনা

- ড্রাইভিং এর ক্ষেত্রে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব বর্ণনা

 

 

মডিউল-02: ড্রাইভিং অনুশীলন

 

ইউনিট: 0201: ড্রাইভিং সম্পর্কে পরিচিতি

- মোটরযানের গুরুত্বপূর্ণ প্রধান অংশগুলোর সনাক্ত করণ ও কাজ বর্ণনা

-ড্রাইভিং এর জন্য আসন গ্রহন, স্টিয়ারিং হুইলের অবস্থান এবং সিট বেল্ট বাধার সঠিক পদ্ধতি অনুশীলন

-ড্রাইভিং এর পূর্বে বিভিন্ন মিররের অবস্থা নির্ধারণ ও সঠিক ব্যবহার।

- মোটরযান চালুর পূর্ববর্তী নিরীক্ষণ সমূহ বর্ণনা ও সম্পাদন।

- সঠিক পথ, বরাদ্দকৃত সময় ও জ্বালানি, পথের খরচ ও গাড়ীর লোড বিবেচনা করে ট্রিপের পরিকল্পনা সম্পাদন।

- হালকা যানবাহনের ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত বিষয়াবলী বর্ণনা

 

ইউনিট: 020২: ট্রাফিক আইন নিয়মনীতি ও শাস্তি

 

ট্রাফিক আইন নিয়মনীতি ও শাস্তি সমূহ বর্ণনা

- বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক চিহ্ন সমূহ সনাক্তকরন।

- জাতীয় গতি সীমা সম্পর্কে আলোচনা।

-ওভারটেকিং, নিরাপদদূরত্ব সম্পর্কে আলোচনা।

- রাস্তার চিহ্ন সমূহ এবং সড়ক অবরোধকারী ব্যারিকেড ও চিহ্ন সমূহ সনাক্তকরন ও বর্ণনা, ।

- ট্রাফিক পুলিশের সংকেত (হাত ও বাঁশি) এবং ট্রাফিক সাইন ও লাইটের সংকেত সমূহ সনাক্তকরন ও বর্ণনা

- শব্দ দূষণ সম্পর্কে আলোচনা।

- হালকা যানবাহন জন্য ট্রাফিক নিয়ম এবং প্রবিধান সম্পর্কিত প্রয়োজনীয় আইনি নথি বর্ণনা

কাজের সময় এবং ছুটি ওভার টাইমের নিয়মনীতি ব্যাখ্যা

 

 

-বিভিন্ন ধরণের ড্রাইভিং লাইসেন্স এর ধরণ, প্রক্রিয়া উত্তোলন ও নবায়ন করার পদ্ধতি এবং গাড়ীর প্রয়োজনীয় কাগজ পত্রাদি (ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স টোকেন, রুট পারমিট (প্রযোজ্য হিসাবে) এবং বীমা) সংগ্রহ ও নবায়ন সম্পর্কে বর্ণনা

- পাবলিক সার্ভিস যানবাহন (পিএসভি) গ্রহনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা।

- গাড়ির রং এবং ইঞ্জিন পরিবর্তন এর ক্ষেত্রে  বিআরটিএর নীতিমালা সম্পর্কে ধারনা।

- হালকা যানের ক্ষেত্রে সর্বোচ্চ ওজন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে ধারনা প্রদান

- মোটর গাড়ীর বহনকৃত মালামাল পরিদশ©ন সংক্রান্ত বিধানাবলী আলোচনা

- গাড়ীতে যাত্রীবহন সংক্রান্ত বিধিনিষেধ আলোচনা।

- ট্রাফিক নিয়ম ভাঙ্গার জন্য পুলিশ মামলা দায়ের করা হলে পরিস্থিতি মোকাবেলার সঠিক উপায় আলোচনা।

- গাড়ীতে ধূমপান সংক্রান্ত বিধিনিষেধ আলোচনা।

 

0203: মোটরযান চালনা/ অগ্রসরকরন:

-ইঞ্জিন চালু  এবং মসৃণ গাড়ী অগ্রসর

-মোটরযান চালনার সময় গিয়ার পরিবতন (অটো/ম্যানুয়েল)

- মোটরযান ডানে ও বামে মোড় নেওয়ার নিয়ম।

- সরুপথ দিয়ে পেছন দিকে মোটরযান অগ্রসর।

- সামনের দিকে এবং পেছনের দিকে সরু জায়গায় মোটরযান পার্কিং( চেক পয়েন্ট হ্যান্ড ব্রেক সঠিক অবস্থানে, চাকাগুলোর কিনারা বরাবর অবস্থানে, ইগনিশন লক্ড অবস্থায়, জানালা বন্ধ অবস্থায়,  চাবি খাপ হতে খোলা অবস্থায়, সকল দরজা বন্ধ অবস্থায়, মোটরযানটি আইনগত ভাবে নিরাপদ অবস্থানে)

-সমান্তারাল অবস্থানে পশ্চাৎ দিক হতে পার্কিং (ডান ও বাম দিক হতে){রিভাস প্যারালাল পার্কিং}

-সমান্তারাল অবস্থানে সম্মুখ দিক হতে পার্কিং {ফরোয়াড প্যারালাল পার্কিং}

- 45 ° এবং 90 °কোণের পার্কিং  (বাম এবং ডান দিক থেকে)

- ইউ টার্ন সম্পাদন (3 পয়েন্ট টানসহ)

- খাঁড়া ডালে মোটরযান থামানো ও অগ্রসর

-ঢালু রাস্তায় মোটরযান থামানো ও অগ্রসর

 

- মোটরযান চালনার সময় সংকেত প্রদান ও সংকেত অনুসরণ

-লেন রেললাইন ক্রসিং এর ব্যবহার

-স্টিয়ারিং ও ব্রেক ফেল অবস্থায় মটরযান নিয়ন্ত্রণ

- প্রতিকূল পরিস্থিতিতে মোটরযান চালনা (রাতে, বালি, কাঁদা, বরফ, বৃষ্টি এবং কুঁয়াশা ইত্যাদি)

- মোটর গাড়ী স্কিডিং এবং  টায়ার ব্রাস্ট নিয়ন্ত্রণ অনুশীলন

টেইলার সংযুক্ত অবস্থায় গাড়ীচালনা ও ব্রেক সিস্টেম নিয়ন্ত্রণ

গাড়ী টোয়িং অনুশীলন

ব্রেক এবং স্টিয়ারিং নিয়ন্ত্রনের ব্যর্থতার ক্ষেত্রে অনুশীলন

- মসৃণ ভাবে যানবাহন হতে লোডিং  এবং আনলোডিং

 

মডিউল 03: ট্রাফিক সিস্টেমের আইসিটি

ইউনিট: 0301: ট্রাফিক সিস্টেমে বেসিক আইসিটি

প্রশিক্ষক সক্ষম হবে:

- গাড়ির ট্র্যাকিং সিস্টেম (VTS) কি

- কিভাবে VTS কাজ

- দ্রুত পাস ব্যবহার করুন

- জিপিএস ব্যবহার করুন

- সম্পর্কিত ড্রাইভিং অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের ব্যবহার করুন

ডিজিটাল যোগাযোগ দক্ষতা উন্নয়ন

 

 

মডিউল -03: যানবাহন সার্ভিসিং

 ইউনিট: 0301: হালকা যানবাহনের প্রাথমিক সার্ভিসিং

 

- পেট্রোল ইঞ্জিনের কার্যপদ্ধতি এবং চালুকরণ  বর্ণনা

-এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার ও ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবত©ন

- ফুয়েল সিস্টেমের প্রাথমিক রক্ষনাবেক্ষণ

-টারবো চাজার ও ইঞ্জিন ভালভের টাইমিং সম্পাদন এবং ট্যাপার পরিষ্কার

পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ

- লুব্রিকেশন সিস্টেমের প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ

- ক্লাচ ও ব্রেক সিস্টেম প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ

-সিএনজি কনভারসন সিস্টেমের প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ

-অটো ইলেকট্রিফিকেশন সিস্টেমের প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ

ইঞ্জিন স্টার্টার ও টার্বো চার্জারের প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ।

- গিয়ার অয়েল এবং ডিফারেনশিয়াল অয়েল  এর ক্ষেত্রে প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ

- টায়ার , টায়ার পেশার ও রোটেশন  পরিবর্তন

উপযুক্ত পরিমাপ ও সীমা অনুসারে মোটরযানের বিভিন্ন ফিউজ ও রিলে পরিবতন।

 

 

আবেদন করুন
মাননীয় মন্ত্রী


জনাব ওবায়দুল কাদের, এমপি
মাননীয় মন্ত্রী

বিস্তারিত
সচিব


এ বি এম আমিন উল্লাহ নুরী
সচিব

বিস্তারিত
চেয়ারম্যান


জনাব মোঃ তাজুল ইসলাম

বিস্তারিত
পরিচালক (কারিগরী)


কর্নেল মোঃ জাহিদ হোসেন

জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস)


মেজর মোক্তারুজ্জামান

জাতীয় সংগীত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
জরুরি হটলাইন